Book CM COVER

প্রকাশকের কথা


কমরেড চারু মজুদারের শহীদ হওয়ার ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে ভারতীয় জনগণের এই মহান বিপ্লবী নেতার জীবন ও কর্মের বহুমুখী দিকগুলোকে অালোকিত করে এমন বিষয়সমূহের এক সংকলনকে অামরা উপস্থাপন করছি।


এর মধ্যে সন্নিবেশিত হয়েছে সি এম-এর সংক্ষিপ্ত জীবনী ও তাঁর জ্যেষ্ঠ কন্যা অনিতা মজুমদারের স্মৃতিচারণা। রয়েছে তাঁদের পারিবারিক অ্যালবাম থেকে সংগৃহীত বিরল কিছু অালোকচিত্র — যেগুলোর কয়েকটি বেশ অস্পষ্ট — যেখানে পরিদৃশ্য হয়েছে অাত্মীয় ও বন্ধুবর্গের মাঝে জনগণের অতি সরল, অকপট মানুষটি।


… … … …


ইংরাজি সংস্করণ : জুলাই ২০১২