অক্লান্ত অরিজিৎ : নির্বাচিত সংকলন

Aklanta Arijit

চেতনায় শান দাও বন্ধু


তাঁর জীবনের মূল মন্ত্র ছিল : “চেতনায় শান দাও বন্ধু”। স্পর্ধা দেখাতে হবে। ছক ভেঙ্গে এগোনোর হিম্মৎ দেখাতে হবে। লক্ষ্যে অভ্রান্ত অবিচল থেকে চিন্তার ক্ষেত্রে অসম্ভব সৃজনশীল হতে হবে। নিরন্তর চলার এই পথ অাঁকাবাঁকা, রুক্ষ, বিরামহীন রূপান্তরের পথ। ‘মেনে নেওয়া-মানিয়ে নেওয়া’র দর্শন-মতাদর্শকে প্রত্যাখ্যান-পর্যুদস্ত করেই এগোতে হবে। প্রতিনিয়ত রসদ সংগ্রহ করে চলতে হবে সমাজের ভেতর থেকেই। এই নেওয়া-দেওয়ার বন্ধুর পথে চলতে গিয়ে তাঁর ভাঙ্গাচোরা শরীর অারও ভেঙ্গেছে। কিন্তু মননে কোনো ক্লান্তিবোধ ঠাঁই পায়নি। অরিজিৎ মিত্র ছিলেন অক্লান্ত, হয়ে উঠেছিলেন বাংলার বামপন্থী প্রতিরোধের রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা। সিপিঅাই(এমএল)-এর বিশিষ্ট নেতা। পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের কাণ্ডারী। ‘অাজকের দেশব্রতী’ ছিল তাঁর ফুসপুস, অার ‘নবান্ন’ ছিল তাঁর হৃদয়। পার্টির বাইরে অনেক বড় পরিধিতে সংগ্রাম-সমাবেশে তিনি ছিলেন সেতু এবং সম্পদ। অনায়াসে বলতে ও লিখতে পারার দক্ষতার শীর্ষে ওঠার তাঁর ছিল বিশেষ গুণ।


এই “নির্বাচিত সংকলন” প্রয়াত নেতার নিছক স্মৃতিচারণার অানুষ্ঠানিক উপকরণ নয়। অাজ যখন সাম্রাজ্যবাদী বিশ্বায়নী হামলা, সাম্প্রদায়িক ফ্যাসিবাদী গৈরিক হানাদারী অামাদের দেশ ও সমাজকে ধ্বংসের কারাগারে পরিণত করতে চাইছে, অার এই পরিস্থিতিতে যখন পশ্চিমবাংলায় বামপন্থার নামে ক্ষমতার দম্ভ, নিপীড়ন অার নির্লজ্জ প্রতারণা চলছে, চারপাশ ছেয়ে ফেলতে চাইছে সাংস্কৃতিক অবক্ষয়-বেসাতি, এই কঠিন সময়ে রুখে দাঁড়ানোর চেতনায় শান দিতে হাতিয়ার সরবরাহের তাগিদেই এই সংকলন প্রকাশের প্রয়াস। অরিজিৎ মিত্র ছিলেন ‘অাজকের দেশব্রতী’র সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ‘নবান্ন’র প্রধান সম্পাদক। তাই এই সংকলন যৌথভাবে প্রকাশ করা। অন্যান্য যে সমস্ত প্রকাশনা, ব্যক্তিবর্গ, পরামর্শদাতা এবং প্রচ্ছদ শিল্পী ও ছাপাখানার বন্ধুদের ঐকান্তিক সহযোগিতায় এত অল্প সময়ের মধ্যে এই সংকলন প্রকাশ করা সম্ভভ হল, তাঁদের প্রত্যেকের প্রতি অজস্র ধন্যবাদ। অরিজিৎ মিত্র অকালে হারিয়ে গেছেন। চিরদিন জাগরুক থাকবে অক্লান্ত অরিজিৎ-এর অাহ্বান : “চেতনায় শান দাও বন্ধু”।


অাজকের দেশব্রতী ও নবান্ন

Back-to-previous-article
Top