অার কুমীরের কান্না নয় — নেমে অাসুন সিংহাসন থেকে

Mukhyamantrir Boi O Amader Katha

প্রকাশনার কথা


নন্দীগ্রামের বিদ্রোহের পর সিপিঅাই(এম) তথা বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের ‘উন্নয়ন নীতি’, ‘শিল্পায়ন নীতি’র গরিব শ্রেণীস্বার্থ বিরোধী সারবস্তু নিয়ে বৃহত্তর বাম ও গণতান্ত্রিক মহলে প্রবল অালোড়ন ও বিতর্ক দেখা দিয়েছে। উপরন্ত এখন ঐতিহাসিক নকশালবাড়ির অভ্যুত্থানেরও চার দশক পূর্তির সময়। এরকম এক সময় এক বিকল্প সংগ্রামী বামপন্থী চেতনা ও কণ্ঠস্বরকে শক্তিশালী করে তোলার অাকাঙ্খা থেকেই এই সংকলন প্রকাশ করার উদ্যোগ। এই সংকলনে অাছে সম্প্রতি বামফ্রন্ট মুখ্যমন্ত্রীর ‘শিল্পে উত্তরণের অভিমুখ হবে গরিব মানুষ’ শীর্ষক বই নিয়ে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ অধ্যাপক শুভেন্দু দাশগুপ্ত এবং অামাদের পার্টির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের লেখা দুটি প্রতিবেদন। একই সঙ্গে পুনঃপ্রকাশ করা হল অামাদের পার্টির কেন্দ্রীয় মুখপত্র “লিবারেশন” এপ্রিল ২০০৭ সংখ্যার স্পাদকীয় এবং ২২ এপ্রিল পার্টি প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় কমিটির অাহ্বানের অংশবিশেষ।


সিপিঅাই(এমএল) লিবারেশন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

Back-to-previous-article
Top