কমিউনিস্ট ইস্তাহার

প্রকাশকের কথা


ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মার্কসিস্ট স্টাডিজ মার্কসবাদী বিশ্ববীক্ষার সঙ্গে নতুন পাঠকদের পরিচয় করিয়ে দিতে একগুচ্ছ চিরায়ত মার্কসবাদী সাহিত্যের পুনর্মুদ্রণের পরিকল্পনা করেছে। কমিউনিস্ট ইস্তাহার এই উদ্যোগের প্রথম প্রকাশনা।

এই সংস্করণে অামরা মার্কস ও এঙ্গেলসের যৌথভাবে লেখা এবং এঙ্গেলসের এককভাবে লেখা ভূমিকা সহ মূল রচনাটির সঙ্গে বিনোদ মিশ্রর লেখা একটি কথামুখ এবং অরিন্দম সেনের লেখা একটি মুখবন্ধও যুক্ত করেছি। ১৯৯৮-এর নভেম্বরে সমকালীন প্রকাশন কমিউনিস্ট ইস্তাহার-এর যে হিন্দি সংস্করণ প্রকাশ করেছিল তার জন্য বিনোদ মিশ্র ঐ কথামুখটি লিখেছিলেন।

উপরে যে লক্ষ্যের কথা উল্লিখিত হয়েছে তারই অনুসরণে পুস্তিকাটির ইংরাজি সংস্করণের এই বাংলা অনুবাদ প্রকাশ করা হল। এই প্রয়াসে অাপনাদের মতামত ও পরামর্শ অামাদের কাছে যথেষ্ট মূল্যবান বলে গণ্য হবে।

Back-to-previous-article
Top