জাহানাবাদ গণহত্যা : বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে

Jahanabad

লক্ষ্মণপুর-বাথে গণহত্যা — উচ্চবর্ণীয় সামন্ততন্ত্রের শেষ মরণ-কামড়


১ ডিসেম্বর রাতের অন্ধকারে রণবীর সেনার জল্লাদেরা জাহানাবাদের লক্ষ্ণণপুর-বাথে গ্রামের দরিদ্র-ভূমিহীন কৃষকদের পাড়ায় অাক্রমণ করে মোট ৬১ জনকে নৃশংসভাবে হত্যা করে। যাঁরা মারা গেছেন তাদের মধ্যে ছিল ১৬টি শিশু ও ২৭ জন মহিলা। পাশবিকতার সমস্ত রেকর্ড ভেঙ্গে দেওয়া এই জঘন্য হত্যাকাণ্ডের পরিকল্পনা হয়েছিল বেশ কিছু দিন অাগে এবং প্রাথমিক রিপোর্ট অনুযায়ী খুনে বাহিনী এসেছিল অাশপাশের কয়েকটি জেলা থেকে।


এই সুপরিকল্পিত বীভৎস হত্যাকাণ্ডের উদ্দেশ্য গোটা মধ্য বিহারে দলিত-দরিদ্র মানুষদের মধ্যে অাতঙ্ক সৃষ্টি করা ও উচ্চবর্ণীয় সামন্ততান্ত্রিক শক্তিগুলির অনেকাংশে দুর্বল হয়ে পড়া অাধিপত্যকে সুপ্রতিষ্ঠিত করা।

… …


বিনোদ মিশ্র

Back-to-previous-article
Top