বিশ্বায়নের রাহুগ্রাস সরকারী বামপন্থা

Biswayaner Rahugrase Sarkari Bampantha

প্রকাশনার কথা


কলকাতা বইমেলা-২০০৪ উপলক্ষ্যে “অাজকের দেশব্রতী”র বিশেষ সংখ্যা প্রকাশিত হল। এবারের প্রকাশনার মূল ভাবনা — “বিশ্বায়নের রাহুগ্রাসে সরকারী বামপন্থা”। সাম্রাজ্যবাদী বিশ্বায়ন সর্বগ্রাসী অাক্রমণাত্মক বিধ্বংসী প্রবণতা হয়ে উঠেছে। এর বিরুদ্ধে প্রতিরোধও দানা বাঁধছে — নানা দেশে নানা ভাবে। সেই অালোচন এই বইটিতে রয়েছে। উপস্থাপনা ক্রমশ গড়িয়েছে সার্বিক থেকে বিশেষে। ভারতে বিশ্বায়নের হামলার বিরুদ্ধে শ্রমিকশ্রেণীর কর্তব্যকর্ম এবং বিশেষত বিহারের কৃষক জাগরণের কথাকাহিনীর বিশ্লেষণও এখানে অাছে। অবশেষে অালোচনা কেন্দ্রীভূত হয়েছে পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে, যেখানে সংসদীয় পথের সরকারসর্বস্ব বামপন্থা প্রায়শ দাবি করে মোহ ছড়ায় বিশ্বায়নের নয়া অর্থনৈতিক নীতির ‘বিকল্প নীতি’ অনুসরণ করছে, কিন্তু এই ক্ষমতাসীন বামপন্থা অাসলে কিভাবে দ্বিচারিতার পিচ্ছিল প্রক্রিয়ায় বিশ্বায়নের অনুঘটক হয়ে উঠছে, সেই বিশ্লেষণ উপস্থিত করা হয়েছে নানা দিক থেকে। বিশ্বায়নের এদেশে এরাজ্যে অনুপ্রবেশ প্রকৃত জটিল স্বরূপকে অনুধাবন করতে ও একে কার্যকরীভাবে মোকাবিলা করতে সংগ্রামী বামপন্থী বিবেককে জাগিয়ে তোলাই এই বইটি প্রকাশের বিশেষ উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণ হলে বইটির প্রকাশনা সার্থক হবে।


দেশব্রতী, ২৮ জানুয়ারী ২০০৪

Back-to-previous-article
Top