মার্কসবাদী দর্শন

Marxbadi Darshan cover


ভূমিকা


অামরা এক বিরাট উত্তরণের মধ্য দিয়ে চলেছি। একদিকে অর্থনৈতিক বিশৃঙ্খলা বিরাজ করছে, রাজনৈতিক ব্যবস্থা ভেঙ্গে পড়ছে এবং সামাজিক ভিত্তিগুলি ধ্বসে পড়ছে, অন্যদিকে জনগণ অাজ বিদ্রোহী হয়ে উঠছেন। অর্থনৈতিক সুবিচার, রাজনৈতিক গণতন্ত্র এবং সমাজিক সমতার জন্য জাগ্রত গণসংগ্রাম এক নতুন অাশার সঞ্চার করছে, এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। স্বৈরতন্ত্র দ্রুত তার জাল বিস্তার করে চলেছে।


এই সন্ধিক্ষণে বিপ্লবী তত্ত্বের ভূমিকা চরম গুরুত্ব বহন করছে। এবং ইতিহাসের এই চূড়ান্ত মুহূর্তে যদি অামরা অামাদের মাতৃভূমিকে শান্তি, প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই, তবে মার্কসবাদই একমাত্র ভরসা। দুর্ভাগ্যবশত বাজারে অনেক ধরনের ভেজাল মার্কসবাদ ছড়িয়ে অাছে। অার তাই অনেক বিভ্রান্তিও অাছে।


সেই জন্য অামরা সহজবোধ্য ভাষায় বই প্রকাশ করব বলে মনস্থ করেছি, যার বিষয়বস্তু হল মার্কসবাদের তিনটি অঙ্গ — দর্শন, রাজনৈতিক অর্থনীতি ও সমাজতন্ত্র। অামরা অাশা করি বর্তমান সন্ধিক্ষণে বইগুলি পাঠকদের সাহায্য করবে।


মার্কসবাদী অধ্যয়ন কেন্দ্র, অাগস্ট ১৯৮১

Back-to-previous-article
Top