বর্ধমানে বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি এবং বিজেপি-অার এস এসের ঘৃণ্য সাম্প্রদায়িক উস্কানির বিরোধিতা

গত ২ অক্টোবর বর্ধমানে বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটনের স্বার্থে অামরা বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। বিস্ফোরণের পরে জেলা পুলিশ প্রশাসন তথ্য প্রমাণ লোপাটের অপচেষ্টা চালায়। শাসক তৃণমূলের কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে দেওয়া হয়। এভাবে বিস্ফোরণ কাণ্ডের সাথে তৃণমূলের যোগসাজসকে অাড়াল করার অপচেষ্টাকে অামরা তীব্র নিন্দা জানাচ্ছি।

এই বিস্ফারণকে কেন্দ্র করে বিজেপি-অার এস এস ঘৃণ্য সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সম্প্রীতির বাতাবরণকে ধ্বংস করা এবং বিশেষ একটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে। অামরা এর তীব্র বিরোধিতা করছি।

অাগামী বুধবার ৮ অক্টোবর সি পি অাই (এম এল) লিবারেশনের এক রাজ্য প্রতিনিধি দল ঘটনাস্থলে যাবে এবং জেলা প্রশাসনের সাথে সাক্ষাৎ করে যথোপযুক্ত দাবি জানাবে।


পার্থ ঘোষ

রাজ্য সম্পাদক

Back-to-previous-article
Top