মধ্যমগ্রামের কিশোরীকে উপর্যুপরি ধর্ষণ, অাগুনে পুড়িয়ে মারা ও মৃতদেহের অপমানের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ক্ষমা চাইতে হবে

বন্ধুগণ,

সারা দেশ স্তম্ভিত। বাংলা ক্ষুব্ধ, বাংলা উত্তাল। ১৩-১৪ বছরের এক সদ্য কিশোরী বিহারের সমস্তিপুরের এক প্রত্যন্ত গ্রাম থেকে এ বাংলায়, এ শহরে এসেছিল শিক্ষালাভের অাশায়। তার সমস্ত স্বপ্ন চুরমার করে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হল, তথ্য-প্রমাণ লোপাট করার জন্য মণিপুরের মনোরমার মতো পুড়িয়ে মারা হল। লজ্জা এখানেই শেষ নয়। মৃতদেহ নিয়ে চলল পুলিশের ছিনিমিনি খেলা, পরিবার-পরিজন ছাড়াই মৃতদেহ গোপনে সৎকার করে পুলিশও কিছু লোপাট করার ষড়যন্ত্র করেছিল। অামাদের গর্বের রেনেশাঁ অাজ ভুলুষ্ঠিত। বর্ণপরিচয়ের হাত ধরে যে বাংলা শিক্ষার অালো জ্বেলেছিল, সারা দেশ থেকে শিক্ষার্থীরা এ রাজ্যে অাসতো, অাজ সেই বাংলায় এক শিক্ষার্থীকে ধর্ষণ করে পুড়িয়ে মারল রাজনৈতিক মদতপুষ্ট একদল দুষ্কৃতি। মৃতদেহকে অপমান করল মুখ্যমন্ত্রীর স্নেহধন্য কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারদ্বয়। বাংলা অাজ লজ্জিত, বাংলা অাজ ক্ষুব্ধ। অামরা মুখ্যমন্ত্রীর জবাব চাই। বিন্দুমাত্র সংবেদনশীলতা থাকলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঐ পরিবারের কাছে, বিহারের মানুষের কাছে, রাজ্যবাসীর কাছে ক্ষমা চান। অবিলম্বে ঐ দুই পুলিশ কমিশনারকে বরখাস্ত করুন। ফাস্ট ট্রাক কোর্টে দ্রুত খুনের মামলা রুজু করে অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। পরিবারের ১০০ শতাংশ নিরাপত্তা সুনিশ্চিত করুন। মুখ্যমন্ত্রী ও তাঁর দলবল একথা মাথায় রাখুন ‘ষড়যন্ত্রের’ গল্প অার মানুষ বিশ্বাস করে না। কামদুনির বিষাদঘন স্মৃতি বিলোপ হওয়ার অাগেই মধ্যমগ্রামের এই পৈশাচিক বর্বরতা। পার্ক স্ট্রীট, কাটোয়া, খরজুনা, গেদে, কামদুনি, মধ্যমগ্রাম … … অাড়াই বছরের রাজত্বে বাংলা এক অন্ধকারের কবলে।

প্রতিবাদ তাই সীমাহীন হয়ে উঠুক। বাঁধভাঙা জনজোয়ারে রাজ্য উত্তাল হোক। অান্দোলিত কলকাতা মহানগরী জানিয়ে দিক ধর্ষিতা কিশোরীর মৃতদেহের অপমান অামরা মেনে নিতে রাজি নই। অাগামী ৯ জানুয়ারী ২০১৪ কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এক বিক্ষোভ মিছিল সংগঠিত হবে। অাপনি ও অাপনার ঘনিষ্ঠজনেরা ঐ মিছিলে পা মেলান।

মধ্যমগ্রামের কিশোরীর মৃতদেহের অপমানের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে

কিশোরীকে উপর্যুপরি ধর্ষণ, অাগুনে পুড়িয়ে মারা ও মৃতদেহের অপমানের জন্য কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারদের বরখাস্ত করতে হবে

ধর্ষিতা কিশোরীর পরিবারের ১০০ শতাংশ নিরাপত্তা দাও

খুনের মামলা রুজু করে ফাস্ট ট্রাক কাের্টে বিচার কর

অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাও


ধন্যবাদান্তে,

সি পি অাই (এম এল)

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

৫/০১/২০১৪

Back-to-previous-article
Top