সততার প্রতীক বলে বিজ্ঞাপিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তাঁর দল অাজ দুর্নীতির অক্টোপাশে জড়িয়ে পড়েছে। সারদা কেলেঙ্কারীতে অভিযুক্ত তৃণমূলের নেতা-মন্ত্রী-অামলা, প্রাক্তন পুলিশ অাধিকারিক, ময়দানের কর্মকর্তা, সংবাদপত্রের সম্পাদক তথা কর্মচারি, সংবাদ চ্যানেলের সাংবাদিকরা – একের পর এক সি বি অাই-এর কাছে সারদা তদন্তের তথ্য উদ্ঘাটন করে চলেছেন। দুর্নীতিতে এরা যেমন জড়িয়ে পড়েছেন, তেমনি একইভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও রাজ্যের মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারেই এই দুর্নীতি সংগঠিত হয়েছে বলে তাঁরা জানাচ্ছেন। লক্ষ লক্ষ ছোট ছোট অামানতকারীকে পথে বসিয়ে এই সমস্ত অপরাধীরা এখনও অবাধে নিজেদের ক্লিনচিট সার্টিফিকেট দিচ্ছেন। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সি বি অাই অবিলম্বে মমতা ব্যানার্জী ও মুকুল রায়কে জেরা করুক। তাহলেই সারদা কেলেঙ্কারীর রহস্য উন্মোচিত হবে।
পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীরা, যাঁরা মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠায় পথে নেমেছিলেন তাঁরা এতবড় দুর্নীতির পরও নীরব কেন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। রাজ্যের সমস্ত বামপন্থী গণতান্ত্রিক মানুষের কাছে অামাদের অাবেদন সারদা সহ অন্যান্য চিটফাণ্ড কেলেঙ্কারীর বিরুদ্ধে সোচ্চার হোন।
এই কেলেঙ্কারীতে যুক্ত সমস্ত নেতা-মন্ত্রী, অামলা, পুলিশ অফিসার সহ অন্যান্য ব্যক্তিবর্গকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও মুকুল রায়কে সি বি অাই জেলা করুক এই দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ অান্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে সি পি অাই (এম এল) লিবারেশন।
ধন্যবাদান্তে,
পার্থ ঘোষ
রাজ্য সম্পাদক
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি