গত ১/৭/২০১৪ নাকাশিপাড়া থানায় সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির স্থানীয় নেত্রী সাধনা সরকার তাপস পালের উস্কানিমূলক, হিংসায় প্ররোচনামূলক ও অশ্লীল হুমকির বিরুদ্ধে থানায় ডায়েরী করেছিলেন, জি ডি নং ৫১ (১/৭/২০১৪)। একজন সাংসদ হিসাবে মহিলাদের বিরুদ্ধে ধর্ষণের হুমকি সভ্য সমাজের লজ্জা। তাপস পাল যে লাইন প্রস্তুত করেছেন তা নিছক কথার কথা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল অাশ্রিত দুষ্কৃতিরা বস্তুত সেই লাইনকেই প্রয়োগ করে চলেছে। সুনিয়া ধর্ষণকাণ্ড তার জ্বলন্ত নমুনা। জুলাই মাসের ২৯ তারিখে সি পি অাই (এম এল) লিবারেশন ও সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি যৌথভাবে তাপস পালের গ্রেপ্তার দাবিতে নাকাশিপাড়া থানায় বিক্ষোভ করেছিল। তারপর নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে এবং রাজ্য জুড়ে অামাদের পার্টি ও মহিলা সমিতির পক্ষ থেকে তাপস পালের গ্রেপ্তার ও সাংসদপদ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে নবান্নে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয়। রাজ্যজুড়ে এত প্রতিবাদের পরও তৃণমূল সুপ্রীমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সাংসদ তাপস পালের এই ঘৃণ্য হিংসাত্মক হুমকির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অাগামী ২৯ সেপ্টেম্বর এই দাবিতেই নাকাশিপাড়া থানায় জঙ্গী বিক্ষোভ কর্মসূচী প্রদর্শন করবে অামাদের পার্টি ও সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির কর্মীরা।
ধন্যবাদান্তে,
পার্থ ঘোষ
রাজ্য সম্পাদক
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি